নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পদদলনের ঘটনায় আহত প্রায় ১২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের জামাল খান এলাকায় রিমা কমিউনিটি সেন্টারে পদদলনের এই ঘটনাটি ঘটে। মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য কুলখানি হচ্ছিল এখানে। এই কমিউনিটি সেন্টারটিসহ মোট ১১টি জায়গায় কুলখানির আয়োজন করা হয়েছিল।
হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হামিদ দ্য ডেইলি স্টারকে জানান, নিহতরা সবাই পুরুষ। কমিউনিটি সেন্টারের প্রবেশপথে পদদলনের ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) মারা যান।