নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দর দিয়ে ঝাঁকে ঝাঁকে আসছে দুই নম্বর ইলিশ। ক্ষতিকর হেভি মেটালে ভরা এই মাছ। তাই আমদানি করা সকল প্রকার মাছ খালাসের আগে অতিমাত্রায় হেভি মেটাল আছে কিনা তা পরীক্ষার অনুরোধ জানানো হয়েছে। আজ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য দফতরের যুগ্ম সচিব মাহবুব কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপিতে বলা হয়,আমদানিকৃত সকল প্রকার মাছে অতিমাত্রায় হেভি মেটাল বিশেষ করে সীসা বা লেড এবং ক্রোমিয়াম ও মার্কারি পাওয়া যাচ্ছে। যা জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। দেশকে খাদ্যে ভেজালমুক্ত করা এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন এবং এমডিজির লক্ষ্য অর্জনে এ বিষয়ে ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি। তাই আমদানিকৃত সকল প্রকার মাছ বন্দরে খালাসের পূর্বে এটমিক এনার্জি সেন্টার ঢাকা,বিসিএসআইআর ঢাকা হতে হেভি মেটাল (লেড,ক্রোমিয়াম,ক্যাডমিয়াম,মার্কারি) পরীক্ষা পূ্র্বক মৎস অধিদফতর কর্তৃক নির্ধারিত মাত্রা ভিতরে পাওয়া গেলে তা খালাসের অনুমতি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।