News71.com
 Bangladesh
 07 Jan 18, 11:09 AM
 1000           
 0
 07 Jan 18, 11:09 AM

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭।।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭।।

নিউজ ডেস্কঃ ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের আমিরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতে।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের প্রাণ যায়।ওই তিনজনের মরদেহ নিয়ে যাওয়া হয় ফেনী আধুনিক সদর হাসপাতালে। হাসপাতালের ডা. মোজাম্মেল হোসেন তিন মরদেহ নিয়ে আসার কথা জানান ।পরে দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও চার জনের মরদেহ থাকার কথা জানান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।উদ্ধার কার্যক্রমে তৎপর স্থানীয়রা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল ও দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন