নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের গাড়ি লক্ষ করে গুলি করেছে দুর্বৃত্তরা।বাবরকে হত্যার উদ্দেশ্যে বরিবার রাতের অন্ধকারে বাসার সামনে থাকা সাদা গাড়িটিকে লক্ষ করে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় ওই যুবলীগ নেতা গাড়িতে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন।আজ সোমবার কোতোয়ালী থানায় বাবরের ভাই ফয়জুল আকবর চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই চট্টগ্রামে যুবলীগ নেতা-কর্মীরা এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অব্যাহত আছে।আজ সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর বাবর চৌধুরী বাবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের কাজ চলছে। এমন সময় সরকারের শেষ সময়ে একটি চক্র শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ও পরিস্থিতি অন্যদিকে নেয়ার জন্য যড়যন্ত্রমূলকভাবে এমন হামলা করেছে। এ হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।যুবনেতা শিবু প্রসাদ চৌধুরী বলেন, যুবলীগ নেতা বাবর ভাইয়ের সাদা জিপটি ডিসি হিলের অদূরে নিজ বাড়ির সামনে পার্ক করা ছিল। ড্রাইভারসহ সবাই বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় নীল রঙের একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে উপর্যুপরি চার রাউন্ড গুলি করে। তিন রাউন্ড গুলি তার গাড়িতে লাগে। এক রাউন্ড বাড়ির দেয়ালে বিদ্ধ হয়।