নিউজ ডেস্কঃ টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে সোর্স পরিচয়ধারী রোহিঙ্গা খুন এবং তালিকাভুক্ত ডাকাত আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ সহোদরকে আটক করেছে পুলিশ। জানা যায়,শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ সালামের ছেলে হোসেন আলী প্রকাশকে আজ বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তরা গুলি করে। এসময় আনসার ক্যাম্পে হামলা,অস্ত্রলুট ও আনসার কমান্ডার হত্যা মামলার জামিনে আসা এইচ-ব্লকের মৃত লাল বুইজ্জার ছেরেল ডাকাত নুরুল আলম গুলিবিদ্ধ হয়েছেন। হোসেন আলী সোর্স হিসেবে পরিচিত। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যাম্প হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির আইসি কবির হোসেন ও থানা পুলিশের এসআই দিবাকর রায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে দেশিয় তৈরি অস্ত্রসহ একই ব্লকের মৃত বেঁচা আলীর ছেলে আব্দু রাজ্জাক ও সালামকে আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান,নিহতের মা আনোয়ারা বেগম দুপুরে বাদী হয়ে আটক ২জনসহ ৫/৬জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।