নিউজ ডেস্কঃ নাফনদে যৌথ টহল সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। কাজ বুধবার সকাল ১০ টার দিকে নাফনদীর টেকনাফ সদর এ টহল শুরু হয় বলে নিশ্চিত করেছেন ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ আছাদুদ-জামান চৌধুরী। তিনি জানান,২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টেকনাফের নাজির পাড়া হতে মিয়ানমারের প্রাংপ্র পর্যন্ত (বিআরএম-৫ হতে বিআরএম-৭ পর্যন্ত) আজ বুধবার ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মিয়ানমার বিজিপি’র সাথে ঘন্টা ব্যাপি এ যৌথ টহল সৌর্হাদ্যপূণ্যভাবে সম্পন্ন হয়। পরে সকাল সাড়ে ১১ টার সময় বিজিবি সদস্যরা টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি হয়ে ফিরে আসেন।
উক্ত টহলে বিজিবি’র পক্ষে সুবেদার মোঃ ইব্রাহিম হোসেন এবং বিজিপি ’র পক্ষে নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পিয়েং পেও ক্যাম্পের, ইনচার্জ থেইন লিন মং নেতৃত্ব দেন। টেকনাফ সদর বিওপির কমান্ডার সুবেদার মো: ইব্রাহিম হোসেন জানান,সৌর্হাদ্যপূর্ণ সহঅবস্থানের প্রত্যয়ে নাফনদীতে যৌথ টহল সম্পন্ন হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশরোধ ও মাছধরা জেলেদের বিষয়ে কোন সমস্যার সৃষ্টি হলে প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে সচেষ্ট থাকবে বলে ঐক্যমত পোষণ করেন।