নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম যাচ্ছেন আজ । দিনব্যাপী সফরকালে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪টি অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনের অপেক্ষায় প্রকল্পগুলো হলো- ছয় কিলোমিটার আখতারুজামান চৌধুরী ফ্লাইওভার, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন, কালুরঘাট-মুন্সিরটেক ন্যাশনাল হাইওয়ে, মিলিটারি পুল, পটিয়া-চন্দনাইশ বৈলতলী সড়ক, খোদারহাট সেতু, নাজিরহাট-মাইজভান্ডার সড়ক এবং শেখ রাসেল ভাস্কর্য, শেখ রাসেল মঞ্চ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবন, হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজ, বাঁশখালী উপকুলীয় ডিগ্রি কলেজ, হোয়াকো বনানী কলেজ এবং অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রকল্পগুলো হলো- ১৬ কিলোমিটারের লালখান বাজার-শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আট কিলোমিটার কালুরঘাট-শাহ আমানত সেতু বাঁধ কাম সড়ক, নগরীর খাল পুনঃখনন ও সংস্কার, সাঙ্গু নদীর উভয় পাশের রিজার্ভেশন, সদরঘাট থেকে বাকলিয়া পর্যন্ত কর্ণফুলী নদীর ড্রেজিং, বিভিন্ন এলাকায় আটটি বিদ্যুৎ কেন্দ্র, কালারপুল সেতু নির্মাণ, কেরানীহাট-সাতকানিয়া সড়কের সম্প্রসারণ, পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক, বড়তাকিয়া থেকে মিরসরাই ইকোনোমিক জোন সড়ক, হোয়াকো-নারায়ণহাট-ফটিকছড়ি মহাসড়ক, নাজিরহাট-কাজীরহাট সড়ক সম্প্রসারণ, পটিয়া শ্রীমাই খালে আর.সি.সি গ্রেডার সেতু, মন্দাকিনি খালে আর.সি.সি গ্রেডার সেতু।পটিয়া পিটিআই’র একাডেমিক ভবন, সীতাকুন্ড স্কুল অ্যান্ড কলেজ, পোস্তারপাড় সিটি কর্পোরেশন মহিলা কলেজ, চট্টগ্রাম গার্লস কলেজ ও আগ্রাবাদ মহিলা কলেজের ডরমিটরি নির্মাণ, মুসলিম ইনস্টিটিউট কালচারাল কমপ্লেক্স নির্মাণ, পটিয়া বহুমুখী কাঁচাবাজার এবং পটিয়াতে হটিকালচার।জানা গেছে, প্রায় ১৭ বছর পর পটিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত জনসভার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।