নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাতকে আটক করেছে র্যাঅব। ধৃতরা হচ্ছে- ফলিয়াপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. জসিম উদ্দিন (৩০),আবু শামার ছেলে মো. নুরুল ক্ষশর (৩০) এবং মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮)। আজ গোপন সংবাদের ভিত্তিতে র্যারব সদস্যরা তাদের আটক করে। এ সময় আটককৃত আসামিদের দেহ এবং বর্ণিত স্থানে তল্লাশি চালিয়ে ১০টি ওয়ান শুটারগান, ১টি এসবিবিএল, ৩ রাউন্ড গুলি, ০৩টি রামদা, ১টি কিরিচ এবং ৫ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
মেজর রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে এবং এলাকায় প্রভাব বিস্তারের জন্য সর্বদা এসব অস্ত্র মজুদ রাখে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দন্ডবিধি ৩৯৯/৪০২ এবং ১৮৭৮ সনের আর্মস এ্যাক্টের ১৯-অ ধারা মোতাবেক কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।