News71.com
 Bangladesh
 26 Mar 18, 06:01 AM
 1087           
 0
 26 Mar 18, 06:01 AM

রাঙামাটিতে নাশকতায় জড়িত সন্দেহে ৭ নারী আটক।।

রাঙামাটিতে নাশকতায় জড়িত সন্দেহে ৭ নারী আটক।।

নিউজ ডেস্কঃ রাঙামাটি জেলার লংগদুতে নাশকতায় জড়িত সন্দেহে ইসলামি ছাত্রী সংস্থার বহিরাগত ৭ নারীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে লংগদু উপজেলা মুসলিম ব্লক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- শাহানাজ (২৭), মাহমুদা (১৯),মিফতাহুল জান্নাত (২১),ফাতেমা আক্তার মুন্নী (৩৮), নাছিমা আক্তার (৩০),তাহসিনা ফাতেমা (২৪), সাদিকা (২৫)। তারা সবাই ইসলামিক ছাত্রী সংস্থা ও জামায়াতের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক বই ও লিফলেট উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লকে রাবেতা মডেল হাই স্কুলের শিক্ষক ওসমান মাস্টারের বাড়িতে ইসলামি ছাত্রী সংস্থা ও জামায়াতের সাত সক্রিয় নারী সদস্যরা একই বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমার নেতৃত্বে গোপনে সাংগঠনিক বৈঠক শুরু করে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ ওসমান মাষ্টারের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু জামাতের সাংগঠনিক বই ও লিফলেটসহ ৭ নারীকে আটক করে। এসময় শিক্ষক ওসমান বাড়িতে ছিল না। বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তাকে আটক করতে পারেনি পুলিশ। আটকৃতদের মধ্যে- শাহানাজের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া, মাহমুদা গ্রামের বাড়ি রাঙামাটি শহরের আমানত পাড়া, মিফতাহুল জান্নাত গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়ার সদিপাড়া, ফাতেমা আক্তার মুন্নী বাড়ি লংগদু উপজেলার মুসলিম ব্লগ,নাছিমা আক্তার গ্রামের বাড়ি ঢাকার খামার বাড়ি ফার্মগেট,তাহসিনা ফাতেমা গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার বৈশাখি পাড়া আর সাদিকার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার ঘাসিয়া পাড়ায়। তবে তারা কি কারণে রাঙামাটি প্রত্যান্ত উপজেলায় লংগদুতে এসেছিল সে বিষয়ে সঠিক কোন তথ্য জানা যায়নি। এ ব্যাপারে রাঙামাটির লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলছে,আটক সাত নারীর মধ্যে ৬ জন কয়েকদিন আগে লংগদু উপজেলার মুসলিম ব্লকে রাবেতা মডেল হাই স্কুলের শিক্ষক ওসমান মাস্টারের বাড়িতে উঠেছিল। সে থেকে তাদের উপর চোখ রাখা হচ্ছিল। গতকাল রবিবার রাতে তাদের গোপন বৈঠকের খবর পয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ৭ জন নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই ও প্রচারণামূলক লিফলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন