নিউজ ডেস্কঃ অতিরিক্ত স্রোত ও ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার ঠেংগার চরের পাশে এমবি খাজা আজমির নামে একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। আজ শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। হাতিয়া কোস্ট গার্ড ও বিভিন্ন সূত্রে জানা গেছে,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হাতিয়াগামী এমবি খাজা আজমি নামে মালবাহী ওই জাহাজ আজ সকালে ঠেংগার চরের পাশে ঝড়ের কবলে পড়ে। এ সময় অতিরিক্ত স্রোতের কারণে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা মাস্টার ও শ্রমিক সহ ১০ জনের মধ্যে ২-৩ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বাকিরা নিরাপদে আশ্রয় নিয়েছে। হাতিয়ার কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্ট আসিফ মোঃ অনিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আমরা খোঁজ-খবর নিচ্ছি। তবে জাহাজের ২-৩ জন লোক নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।