নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের ৩ জনের স্বজনকে চাকরি দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯তম অধিবেশনে নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রী চন্দনা দাশকে অফিস সহায়ক,ঝন্টু দাশের স্ত্রী লাকী দাশকে ল্যাব এটেনডেন্ট হিসেবে স্থায়ী ভিত্তিতে চাকরি এবং সত্যব্রত ভট্টাচার্য্যরে স্ত্রী প্রিয়াংকা শর্মাকে ল্যাব টেকনিশিয়ান হিসেবে অস্থায়ী ভিত্তিতে চাকরি অনুমোদন দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,২০১৭ সালের ২০ ডিসেম্বর সংবাদ মাধ্যমে দুই শিশু সন্তানসহ অসহায় চন্দনা দাশের ছবি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ ওইদিনই চন্দনাকে অফিস সহায়ক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। এর দুইদিন পর ঝন্টু দাশের স্ত্রী লাকী দাশকেও অস্থায়ী ভিত্তিতে চাকরি দেয়া হয়। পরে সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার ও অন্যান্য সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি সিন্ডিকেট অধিবেশনে অনুমোদন দেয়া হয়। প্রিয়াংকা শর্মা’র চাকরিও পরবর্তীতে স্থায়ী করা হবে বলে জানা গেছে।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে সিন্ডিকেট অধিবেশনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরল আনোয়ার,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো: আইনুল হক, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. নুরুল আবছার খান প্রমুখ।