নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর দুর্ধর্ষ ক্যাডার, ১২ মামলার পলাতক আসামি মো. সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে সাতকানিয়া থানার এসআই মো. ইয়ামিন সুমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যপী তাণ্ডবকালে ক্যাডার সেলিম নিজের এলাকাসহ বিভিন্ন স্থানে অঘোষিত রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার)সহ পেনাল কোডে ১২টি মামলা রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কেওচিয়ার নয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. সেলিম দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালিত হয়। এর আগে গত শনিবার (৭ এপ্রিল)জামায়াতের চট্টগ্রাম মহানগর শাখার নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. আরমানকে (৩৬) গ্রেফতার করেছি আমরা। তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। এ পর্যন্ত অন্তত ২০ জন নাশকতার মামলার আসামি গ্রেফতারে সক্ষম হয়েছি আমরা।