News71.com
 Bangladesh
 09 Apr 18, 06:26 AM
 1118           
 0
 09 Apr 18, 06:26 AM

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চসিক-সিডিএ সমঝোতা।।  

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চসিক-সিডিএ সমঝোতা।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সমঝোতা হয়েছে। আজ সোমবার দুপুরে নগরের রেডিসন বস্লু-হোটেলে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন,সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিবদমান দুই সরকারি সংস্থার প্রধান পারস্পরিক সহযোগিতার ঘোষণা দিলেন। সিডিএর নেয়া জলাবদ্ধতা নিরসনের এ মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সিডিএর সঙ্গে সেনাবাহিনীর সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষে ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এর লে. কর্নেল শাহরিয়ার আহমেদ আমিন এবং সিডিএ’র পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

জলাবদ্ধতা নিরসন নিয়ে ইতোমধ্যে দুই সংস্থার মধ্যে বিরোধ চলে আসছিল। কিন্তু গত রবিবার সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে চসিক মেয়র ও নগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে আমন্ত্রণ জানাতে নগর ভবনে যান একই কমিটির অর্থ সম্পাদক ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। এতে উভয় পক্ষের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক নিরসন হচ্ছে বলে জানা যায়। গতকাল সমঝোতা অনুষ্ঠানে দুই সংস্থার প্রাধনই জলাবদ্ধতা নিরসনে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন,প্রকল্প বাস্তবায়নে আমরা শতভাগ সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আমাদের প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগ নিয়ে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন তা শতভাগ করব। কারণ জলাবদ্ধতা নিরসন নগরবাসীর জন্য। যত দ্রুত সম্ভব আমরা জলাবদ্ধতা থেকে মুক্ত হব তত মঙ্গল। নগরবাসীর কাছে অনুরোধ- বলা যত সহজ,করা তত কঠিন। এই প্রকল্পের সুফল পাব বাস্তবায়নের পর। এটা বুঝতে হবে,আমাদের ধৈর্য্য ধরতে হবে।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন,পদ্মা সেতুর পর বাংলাদেশের বড় প্রকল্প চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প। চট্টগ্রামবাসী এতদিন আতঙ্কে ছিল জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে কি না। এখন এমওইউ সাক্ষরের মধ্য দিয়ে এই আতঙ্ক দূর হবে। এরপর হবে বাস্তবায়ন। ২০১৬ সালে ওয়াসার করা ড্রেনেজ মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন,সিটি কর্পোরেশনের মেয়র-কাউন্সিলরসহ সবাইকে অনুরোধ করছি,তারা যেন এ কাজে সহযোগিতা করেন। আপনারা তারা এ কাজে অভিজ্ঞ। মেয়রের কাছেও প্রত্যাশা তারা অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন