নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার মধ্যরাতে উপজেলার দধিখলা গ্রামে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ তাদের আটক করা হয় জানিয়েছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গিয়াস উদ্দিন। আটক তিনজনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত দেড়টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এএসআই গিয়াস উদ্দিন,এএসআই হেলাল ও আল আমিনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মাধবপুর ইউনিয়নের দধিখলা এলাকায় অভিযান চালায়। এ সময় দধিখলা গ্রামের ফজলুল হকের ধানের সেচ মেশিন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সেখান থেকে একটি বস্তায় ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি রামদা ও ২টি কিরিচসহ দেশিয় অস্ত্র উদ্ধারসহ তিন যুবককে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উত্তর চান্দলা গ্রামের শফিকুল ইসলাম স্বপনের ছেলে সাইফুল ইসলাম জাহাঙ্গীর (২২), দধিখলা গ্রামের হোসেন মিয়ার ছেলে মোঃ মামুন (২২) এবং চট্টগ্রাম জেলার ফয়েজ লেক এলাকার মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ রিয়াজ (২০)। তিন যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই গ্রামে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তিনি জানান,এ ঘটনায় এএসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।