নিউজ ডেস্কঃ আগামীকাল শুক্রবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কুমিল্লার হোমনা উপজেলা শিল্পকলা একাডেমিসহ পৌর এলাকায় ১৪৪ ধার জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খান মো. নাজমুস শোয়েব ১৪৪ ধারা জারি করেন। পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের খন্দকার নজরুল গ্রুপ এবং এসএম আলাল গ্রুপ উপজেলা শিল্পকলা একাডেমিতে কর্মসূচি আহ্বান করে। এ নিয়ে দুই দিন আগে থেকেই উভয় গ্রুপ তাদের নিজ নিজ পক্ষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীদের প্রচার প্রচারণা ছিল। এতে উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে উত্তেজনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ব্যাপারে ইউএনও খান মো. নাজমুস শোয়েব বলেন,হোমনায় একই স্থানে আওয়ামী যুবলীগের ডাকা দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভাস্থলসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।