নিউজ ডেস্কঃ চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। আজ শুক্রবার জেলার মীরসরাই এবং সীতাকুণ্ডে এ দুর্ঘটনা দুটি ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন,আজ শুক্রবার সকালে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বাস দুইটির সংঘর্ষ হয়। এতে আবদুর রশিদ নামে বাসের এক সহকারী নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মো. আরিফ (৩৫),রাসেল (৩২), সৈয়দ আহমদ (৬০), কামাল (২৫), মহসিন (৬০), ইব্রাহিম (২৫) ও অজ্ঞাত পরিচয়ের ৪৫ বছরের এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, আজ শুক্রবার সকালে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট বাজারের ধলিয়ার দিঘী এলাকায় সিএনজি অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। ঘটনাস্থলে সানজিদুল ইসলাম জিসান (৫) ও ঈষাণ (১০) নামে দুই ভাই নিহত হয়। আহত হয় মতিউর রহমান মতিন (৪২),তার স্ত্রী আকলিমা আক্তার মুক্তা (৩৫), ভাবী মেহেরুন নেছা (৫০) ও সিএনজি অটোরিক্সা চালক নজরুল ইসলাম। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে।