News71.com
 Bangladesh
 15 Apr 18, 12:16 PM
 1057           
 0
 15 Apr 18, 12:16 PM

চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু।।

চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু।।


নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. বায়তুল্লাহ (৯) নামের এক শিশু মারা গেছে। ঢাকার জামালপুরের বাসিন্দা মো. আলীর ছেলে বায়তুল্লাহ গতকাল শনিবার সন্ধায় উপজেলার আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। বায়তুল্লাহর মামা কামাল হোসেন জানান, তারা বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামে ওরস উপলক্ষে দুই দিন আগে বেড়াতে এসেছিল। বিকেলে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় বায়তুল্লাহ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী উপ-কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর বলেন, বিকেল চারটার সময় নিথর বায়তুল্লাহকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন