নিউজ ডেস্কঃ নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন থেকে এখনো রোহিঙ্গারা বাংলাদেশ অভিমুখে আসছে। সেই সঙ্গে অব্যাহত আছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ১১ লাখে পৌঁছেছে। এছাড়া ঢোকার অপেক্ষায় বান্দরবান পার্বত্য জেলাধীন কোনারপাড়া জিরো পয়েন্ট নোম্যানস ল্যান্ডে প্রায় ৬ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়,ইতিমধ্যে যৌথ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের কাছে প্রথম পর্যায়ে ৮ হাজার ৩২ জন নাগরিকের তালিকা পাঠানো হয়েছে। কোনারপাড়া জিরো পয়েন্টে নোম্যানন্স ল্যান্ডে ৫ হাজার ৮৬৯ জন রোহিঙ্গা নাগরিক এখনও অবস্থান করছে। চার পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়,৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিকের সংখ্যা এখন ১০ লাখ ৯৬ হাজার ১৫৬ জন। এর মধ্যে ২ লাখ অবস্থান করছে রামু,কক্সবাজার পৌরসভাসহ বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে। এছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-বালুখালীতে এবং টেকনাফ উপজেলায় ৮ লাখ ৯৬ হাজার ১৫৬ জন।