News71.com
 Bangladesh
 17 Apr 18, 06:50 AM
 1083           
 0
 17 Apr 18, 06:50 AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ ডাক্তারকে শোকজ।।  

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ ডাক্তারকে শোকজ।।   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ ডাক্তারকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত না থাকার অভিযোগে তাদের এই শোকজ করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে জানা যায় শোকজ করা হয়েছে, শিশু কনসালটেন্ট ডা. মো. আবুল হাসেম, সহকারী সার্জন ডাঃ সামিয়া কামাল, সহকারী সার্জন ডা. মাকসুদা সুলতানা সুরভী, মেডিকেল অফিসার সানজিদা আফরিন তানিয়া,ডা. তাপস চক্রবর্তী,ডা. শওকত আল ইমরান ইমরোজ,ডা. রওশন জাহান লাকী, ডা. তৃষা ভট্রাচার্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ সকাল ৯টা ৪৫ মিনিটে গণমাধ্যম কর্মীরা হাসপাতালে উপস্থিত হয়ে ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেনগুপ্তকে মুঠোফোনে অবহিত করে। তাৎক্ষণিক সিভিল সার্জন ঘটনার সত্যতা যাচাই করে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ৮ জন ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে অনুপস্থিতি সম্পর্কে তিনি নিশ্চিত হন। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মুঠোফোনে ৮ ডাক্তারকে লিখিত ভাবে শোকজ করার নির্দেশ প্রদান করেন তিনি। এ বিষয়ে নোয়াখালী জেলা সিভিল চার্জন ডাঃ বিধান চন্দ্র সেন গুপ্ত’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় তিনি আরো জানান,আজ বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে এক জরুরি বৈঠক বসছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন