নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেললাইনের উপর নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফেনী থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে থেমে থেমে যানবাহন চলাচল করছে। যানজটের ফলে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী বাসের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক আবুল ফয়সাল ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক জানান,ফেনীর ফতেহপুর রেললাইনের উপর নির্মাণাধীন ফ্লাইওভার কাজের কারণে ধীরগতিতে যানবাহন চলাচলের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।