News71.com
 Bangladesh
 19 Apr 18, 05:50 AM
 1087           
 0
 19 Apr 18, 05:50 AM

কুমিল্লায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আটক ৩।।    

কুমিল্লায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আটক ৩।।      

নিউজ ডেস্কঃ কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ আবদুল হালিম (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় জেলা ডিবির ওসিসহ ৩ পুলিশ আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এ ঘটনা ঘটে। হালিম ওই উপজেলার বাজেবাহেরচর গ্রামের মফিজুল ইসলাম মাবুর ছেলে। এসময় ঘটনাস্থল থেকে রিভলবার, গুলি ও ধারালো অস্ত্রসহ মুখোশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন ও তানভীর সালেহীন ইমন,ডিবির ওসি নাসির উদ্দিন মৃধাসহ জেলা ডিবির পৃথক ৩টি টিম গতকাল বুধবার রাতে জেলার বুড়িচং উপজেলা এলাকায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় তারা জানতে পারেন-ওই উপজেলার কংশনগর এলাকার একটি ইটের ভাটার সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১৪/১৫জনের সশস্ত্র ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাতারি গুলিবর্ষণ করলে ওসি নাসির উদ্দিন মৃধা,কনস্টেবল আবদুল্লাহ ও সাইফুল ইসলাম জখম হন। পুলিশও আত্মরক্ষার্থে ৪৭ রাউন্ড শর্টগানের পাল্টা গুলি বর্ষণ করে।

অভিযানে অংশ নেয়া ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান,ডাকাতদের গুলিতে আবদুল হালিম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে আহত ডাকাত হালিম,জাকির হোসেন (৩৬) ও লিমন সরকারকে (২৫) গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রিভলবার,১ রাউন্ড গুলি, ২টি ধারালো ছুরি, রামদা, রড ও ৪টি মুখোশ উদ্ধার করা হয়। আহত ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি ও গ্রেফতারকৃত ডাকাত জাকিরের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় ডিবির এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে বুড়িচং থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন