নিউজ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়া থানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাল বৈশাখীর ঝড়ে নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেলে মহাসড়কের নিজকুজরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিকেলে ঝড়ে চট্টগ্রামগামী একটি বাস ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বাসটিও রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। তবে বাসের কোনো যাত্রী হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, নিহত তিন মোটর সাইকেল আরোহী ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান বলে জানা গেছে। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।