News71.com
 Bangladesh
 05 May 18, 06:51 AM
 1025           
 0
 05 May 18, 06:51 AM

পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের শান্তিতে থাকতে দেব না।। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের শান্তিতে থাকতে দেব না।। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

নিউজ ডেস্কঃ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেছেন, পাহাড়ের জনসাধারণকে যারা শান্তিতে থাকতে দিচ্ছে না আমরা তাদেরকেও শান্তিতে থাকতে দেব না। যে কোনো মূল্যে সন্ত্রাসীদের চিহ্নিত করা হবে। আজ শনিবার দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে পাহাড়ে চলমান হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


ডিআইজি এস এম মনির-উজ-জামান আরও বলেন, ইতিমধ্যে তদন্ত অনেক দূর এগিয়ে গেছে। এদেরকে আমরা স্বমূলে উৎখাত না করা পর্যন্ত এবং গ্রেফতার ও শাস্তি না দেয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব। এ বিষয়ে আমরা বদ্ধ পরিকর। পাহাড়ের মানুষের পাশে থাকার জন্যে সরকারের কঠোর নির্দেশ রয়েছে। আর এক ফোঁটা রক্ত ঝরলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। এ সময় রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে বৃহস্পতিবার রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা। গত শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচজন নিহত হন। পরপর এসব ঘটনায় পাহাড়ে জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন