News71.com
 Bangladesh
 09 May 18, 11:54 AM
 1097           
 0
 09 May 18, 11:54 AM

চট্টগ্রাম বন্দর-কাস্টমসে দুর্নীতি প্রতিরোধে এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনের নির্দেশ।।

চট্টগ্রাম বন্দর-কাস্টমসে দুর্নীতি প্রতিরোধে এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনের নির্দেশ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম কাস্টম হাউসের মধ্যে সমন্বয়,অনিয়ম-দুর্নীতি রোধ,দ্রুত সমস্যা সমাধানের জন্য এক সপ্তাহের মধ্যে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। আজ বুধবার ‘চট্টগ্রাম কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দরে দুর্নীতিমুক্ত ও মানসম্মত সেবা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। তাছাড়া একই সঙ্গে বন্দর ও কাস্টম কর্মকর্তার পাশাপাশি স্টোক হোল্ডারদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই কমিটিকে মাসে একবার সভা করার জন্যও বলেন তিনি। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। স্বাগত বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। কাস্টমস হাউস মিলনায়তনে সকালে ‘বন্ধ হলে দুর্নীতি,উন্নয়নে আসবে গতি’শীর্ষক কর্মশালায় বন্দর-কাস্টম নিয়ে গত মার্চ ও এপ্রিলে প্রশ্নোত্তর আকারে পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন