News71.com
 Bangladesh
 14 May 18, 07:19 AM
 1060           
 0
 14 May 18, 07:19 AM

৫৭০ টন প্লাই এস নিয়ে মেঘনা নদীতে জাহাজ ডুবি।।  

৫৭০ টন প্লাই এস নিয়ে মেঘনা নদীতে জাহাজ ডুবি।।   

নিউজ ডেস্কঃ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গীমারার চর এলাকায় মেঘনা নদীতে দুই জাহাজের ধাক্কায় এমভি এশিয়া নামক একটি জাহাজ ডুবে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১টায় স্থানীয় জেলেরা জাহাজে থাকা মাস্টার নুরুল ইসলাম, চালক মো. সিরাজ, সুকানি মো. আমির হোসেন, গ্রীজার মো. রবিন, লস্কর মো. মামুন, রানা, দেলোয়ার, মো. ইমরান ও বাবুর্চি মো. মিজানকে উদ্ধার করে চাঁদপুর নৌ টার্মিনালে নিয়ে আসেন। মাস্টার নুরুল ইসলাম জানান,গত ৮ মে দুপুর ১টায় ভারতের কলকতা থেকে ৫৭০ টন প্লাই এস নিয়ে ছেড়ে আসে। জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর সদরের লগ্গীমারার চর এলাকায় আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অপর জাহাজ এমভি টিটু অতিক্রম করে যাওয়ার সময় ধাক্কা লেগে কয়েক মিনিটের মধ্যে মেঘনায় নিমজ্জিত হয়। এমভি এশিয়ার অপরপাশে এমভি শাফা মারওয়া-২ নোঙ্গর করে থাকার কারণে মোড় পরিবর্তন করা যায়নি। জাহাজে থাকা প্লাই এস এর মালিক হচ্ছেন শাহ্ সিমেন্ট কোম্পানি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ভুঁইয়া জানান,এ বিষয়ে জাহাজের মাস্টার নুরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি বিআইডাব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বিআইডাব্লিউটিএ চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বাকী জানান,ঘটনাটি জানতে পেরে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জাহাজটি ডুবে যাওয়ার স্থান নির্ধারণ করা হয়েছে। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত ওই স্থানটি বয়া দিয়ে রাখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন