নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ব্রিজ সংলগ্ন চরে ফুটবল খেলার পর দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ৫ স্কুল ছাত্র নিখোঁজ হয়। পরে রাতে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনার পর হাজার হাজার নারী পুরুষ নদীর দুই পাড়ে অবস্থান করছেন। তারা সবাই চকরিয়ার পৌর এলাকার প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের শিক্ষার্থী। নিহতরা হলেন- আজিজুল ইসলাম এমশাদ (১০ শ্রেণি), আফতাব হোসেন মেহরাজ (৮ম শ্রেণি), ফারহান বিন শওকত (১০ শ্রেণি)। তাদের মধ্যে ২ জন এখনও নিখোঁজ রয়েছে। জানা গেছে, চকরিয়ার পৌর এলাকার প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের দশম শ্রেণির ৭/৮ জন ছাত্র অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষ করে মাতামুহুরী নদীর ব্রিজ সংলগ্ন চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ৬ জন ছাত্র নদীতে গোসল করতে নামে। এ সময় সবাই নদীতে তলিয়ে যেতে থাকে। জামি নামের একজন ছাত্র কোন রকমে সাঁতার কেটে উঠতে পারলেও এমশাদ, মেহেরাব, তূর্ণ, অর্ভি ও ফরহান নদী থেকে উঠতে পারেনি।
প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের শিক্ষক জানিয়েছেন,আজ শনিবার সকালে নদীতে তলিয়ে যাওয়া ছাত্ররা উচ্চতর গণিত পরীক্ষা শেষ করে বেরিয়ে যায়। পরে তারা মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলে গোসল করতে নেমে এ মর্মান্তিক ঘটনার শিকার হয়। নদীতে তলিয়ে যাওয়া এমশাদ ও মেহেরাব চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোছাইনের ছেলে। তূর্ণ ওই বিদ্যালয়ের শিক্ষিকা জলির পুত্র বলে জানা গেছে। এছাড়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পুত্র অর্ভিও রয়েছে।