News71.com
 Bangladesh
 30 Jul 18, 05:21 AM
 1031           
 0
 30 Jul 18, 05:21 AM

চট্টগ্রামে শিবির সন্দেহে আটক ১৮।।

চট্টগ্রামে শিবির সন্দেহে আটক ১৮।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নগরীর চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসায় জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে এই অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল রবিবার রাত ১১টার দিকে এ অভিযান শুরু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,নাশকতার পরিকল্পনা করতে জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। তবে জামায়াতের শীর্ষস্থানীয় কাউকে পাওয়া যায়নি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জড়িত না থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন