নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) অপপ্রচার ও গুজব রটিয়ে সহিংসতার আহ্বান জানানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার ছোট জীবন নগর হাজি বাড়ির মৃত হোসেন খানের ছেলে খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. সালাহ উদ্দিন খান (৩০) ও কোম্পানীগঞ্জ উপজেলার বিরামপুর সিরাজপুর গ্রামের মৃত আরিফ আহমেদের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফিরোজ আলম মিলন। ফিরোজ আলম মিলনকে আজ মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তার মোবাইল ও ব্যবহৃত ফেইসবুক আইডি জব্দ করা হয়। নোয়াখালী পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ জানান,সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি,তারা ২ জন নিজের ফেইসবুক ব্যবহার করে সহিংসতার পক্ষে গুজব রটায়। তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে।