News71.com
 Bangladesh
 14 Aug 18, 05:38 PM
 1169           
 0
 14 Aug 18, 05:38 PM

চট্টগ্রামে চাদাঁবাজি করতে গিয়ে এক ভুয়া দুদক কর্মকর্তা গ্রেফতার।।

চট্টগ্রামে চাদাঁবাজি করতে গিয়ে এক ভুয়া দুদক কর্মকর্তা গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে সদর রেজিস্ট্রি অফিসে চাদাঁবাজির সময় রেজাউল ইসলাম চৌধুরী (৪৮) নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার খবিরুল ইসলামের ছেলে। আজ মঙ্গলবার কোর্ট বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন। তিনি বলেন,তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন,বিভিন্ন সময়ে পুলিশ, দুদক কর্মকর্তা, সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা নিয়ে যান রেজাউল ইসলাম চৌধুরী। এদিন সাব রেজিস্ট্রি অফিসে এসে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবি করেন। পরে দুদকের কর্মকর্তারা এসে তাকে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন