নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে আজ শনিবার ভোরে দু পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সিদলাই গ্রামের খোরশেদ আলম (৫০), সানু মিয়া ওরফে শুক্কু মিয়া (৪৮)। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, উপজেলার সিদলাই গ্রামের মফিজ মিয়া এবং সামসু মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিল।
আজ শনিবার ভোর পাঁচটার দিকে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সানু মিয়া ওরফে শুক্কু মিয়া মারা যায়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আরও বলেন, ভোর পাঁচটার দিকে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।