নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার নারায়নপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সাংবাদিকদের ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে ।