News71.com
 Bangladesh
 25 Jan 19, 05:59 AM
 1123           
 0
 25 Jan 19, 05:59 AM

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়।

নিউজ ডেস্কঃ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শেখ আবদুল লতিফ। এতে সভাপতি পদে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন। এর আগে, সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত। এতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন