News71.com
 Bangladesh
 27 Mar 19, 05:57 AM
 1161           
 0
 27 Mar 19, 05:57 AM

নিরাপদ সড়ক॥ দুর্ঘটনায় কলেজ হোস্টেলের বাবুর্চি নিহত, ছাত্রদের বিক্ষোভ

নিরাপদ সড়ক॥ দুর্ঘটনায় কলেজ হোস্টেলের বাবুর্চি নিহত, ছাত্রদের বিক্ষোভ

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সায়েদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েদুর ওই এলাকার মন্নর আলীর ছেলে। তিনি স্থানীয় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের হোস্টেলে বাবুর্চির কাজ করতেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হোস্টেলের খাবার রান্না করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সায়েদুর। মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সায়েদুরকে চাপা দিলে ঘটনটস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক ও তার সহযোগী দুর্ঘটনার পরপরই পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন