News71.com
 Bangladesh
 29 May 19, 11:49 AM
 986           
 0
 29 May 19, 11:49 AM

চট্টগ্রামে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষ॥নিহত ২

চট্টগ্রামে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষ॥নিহত ২

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো একজন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন মো. আলাউদ্দিন (৩২)। তিনি সীতাকুণ্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকায় অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন