News71.com
 Bangladesh
 02 Sep 19, 07:32 PM
 926           
 0
 02 Sep 19, 07:32 PM

চবিতে ছাত্রলীগের ডাকা অবরোধ প্রত্যাহার॥

চবিতে ছাত্রলীগের ডাকা অবরোধ প্রত্যাহার॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার (০১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স হলে উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে অবরোধকারীদের বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রনব মিত্র চৌধুরী বলেন, উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে অবরোধকারীদের বৈঠকের পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। অবরোধকারীদের অভিযোগের বিষয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার (০২ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, শিক্ষক বাস চলাচল করবে এবং পূর্বনির্ধারিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান প্রক্টর প্রনব মিত্র চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন