নিউজ ডেস্কঃ নগরের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শফিউল হাইর নামের ওই রোহিঙ্গা যুবক ফটিকছড়ির ফতেপুর ইউনিয়নের বজলুর রহমানের ছেলে সেজে পাসপোর্ট করাতে এসেছিলেন বলে জানা গেছে।
মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ জানান, পরিচয় লুকিয়ে পাসপোর্ট করাতে এসেছিলেন এক রোহিঙ্গা যুবক। তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন, ওই রোহিঙ্গা ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশি সেজে কর্মকর্তাদের বিভ্রান্ত করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সে সব কিছু স্বীকার করতে বাধ্য হয়।