News71.com
 Bangladesh
 21 Sep 19, 01:08 PM
 854           
 0
 21 Sep 19, 01:08 PM

কুমিল্লা থেকে অজগর ও ঈগলসহ ৫৪টি বন্যপাখি উদ্ধার।।

কুমিল্লা থেকে অজগর ও ঈগলসহ ৫৪টি বন্যপাখি উদ্ধার।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা জেলা সদরের দিদার বাজার এলাকা থেকে ৫৪টি বিভিন্ন প্রজাতির বন্যপাখি এবং একই জেলার বুড়িচং উপজেলার কালীকৃষ্ণ নগর থেকে ৮ ফিট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। শুক্রবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষ থেকে এদিন রাতে বিষয়টি নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে, ময়না পাখি ২টি, টিয়া পাখি ৪টি, শালিক পাখি ৩৫টি, ঘুঘু পাখি ১২টি এবং ১টি বিপন্ন প্রায় ঈগল পাখি। বন্যপ্রাণী উদ্ধার কাজে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন সার্বক্ষণিক দিক নির্দেশনা প্রদান করেন।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জনাব নুরুল করিমের সার্বিক সহযোগিতায় উদ্ধারকৃত অজগর সাপ এবং পাখিগুলোকে কোটবাড়ি এলাকার রাজেশপুর শালবনে অবমুক্ত করা হয়। আব্দুল্লাহ আস সাদিক এ বিষয়ে বলেন, বিগত কয়েকদিন ধরেই আমরা কুমিল্লার বিভিন্ন স্থানে বন্যপ্রাণী শিকার ও কেনাবেচার খবর পাই। সেই তথ্যের ভিত্তিতেই আজ অভিযান পরিচালনা করে অজগর সাপ ও পাখিগুলোকে উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন