নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর বাসায় সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নগরের চকবাজার থানার বাদুরতলা এলাকায় অবস্থিত তার বাসায় প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় র্যাব-৭। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে টিনুর বাসা থেকে একটি অবৈধ বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে রাত ১২টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ নূর মোস্তফা টিনুকে আটক করে র্যাব-৭। এ সময় জসিম উদ্দিন নামে তার এক সহযোগীকেও আটক করা। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে জানান, পিস্তলসহ আটকের পর টিনুর বাসায় অভিযান চালায় র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে টিনুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।