News71.com
 Bangladesh
 24 Sep 19, 10:56 AM
 824           
 0
 24 Sep 19, 10:56 AM

খাগড়াছড়িতে অজ্ঞাতপরিচয় যুবতীর মরদেহ উদ্ধার॥

খাগড়াছড়িতে অজ্ঞাতপরিচয় যুবতীর মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে অজ্ঞাতপরিচয় এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ২২। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল নামক এলাকার একটি রাবার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাবার বাগান এলাকার পাহাড়ের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধের মাধ্যমে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন