নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোস্তাক আহমেদ মেম্বার এখন ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ও দুই যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত কমিটিতে মোস্তাক মেম্বারকে আহ্বায়ক করে ২২ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির সূত্র জানায়, দাউদকান্দি উপজেলা যুবলীগের দুই যুগ্ম-আহ্বায়ক হেলাল মাহমুদ ও মেহেদি হাসান সুমন রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাজারুল সরকারকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন। পরদিন আহ্বায়ক আনোয়ার হোসেন ও উল্লিখিত দুই যুগ্ম-আহ্বায়ক যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তাক মেম্বারকে আহ্বায়ক করে ২২ সদস্যের আরেকটি কমিটি ঘোষণা করেন। এ কমিটি ঘোষণার পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়।
এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের তৃণমূল কয়েকজন নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে শুদ্ধি অভিযান চালানোর নির্দেশে দিয়েছেন, ঠিক এসময় এসময় মারুকা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ককে ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ঘোষণা করা হলো।উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাজারুল সরকার বলেন, এমপি স্যারের সঙ্গে কথা বলে হেলাল ও সুমন আমাকে আহ্বায়ক করেছিলো। আনোয়ার ভাই আমাকে বলেন যে কমিটি অনুমোদন দিতে আমাদের কিছু খরচ লাগে, আমি খরচ দিতে অস্বীকার করায় পরদিন আমাকে বাদ দিয়ে যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক মেম্বারকে আহ্বায়ক করে কমিটি করা হয়।