নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর কমলনগরে শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ উপজেলার চরলরেন্স এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত শারমিন ওই এলাকার মো. সুমনের স্ত্রী। পুলিশ জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের শ্বশুর ও স্ত্রী পলাতক রয়েছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।