News71.com
 Bangladesh
 25 Dec 20, 02:30 PM
 622           
 0
 25 Dec 20, 02:30 PM

চট্টগ্রামে টাকা লুটের কারণে গ্রেপ্তার দুই পুলিশ॥

চট্টগ্রামে টাকা লুটের কারণে গ্রেপ্তার দুই পুলিশ॥

 

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিবি পরিচয়ে এক গাড়ি চালকের ২ লাখ ৮০ হাজার টাকা লুট করায় পুলিশের এক সাব-ইন্সপেক্টর, এক কনস্টেবল ও তিন পুলিশ সোর্সের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী গাড়িচালক মো. আবু জাফর বাদী হয়ে মামলাটি দায়ের করলে পুলিশ অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গাজীপুর পৌরসভার অস্থায়ী বাসিন্দা জামালপুরের বক্সীগঞ্জ থানার বিনোদের চর গ্রামের মো. জহুরুল হকের ছেলে মো. আবু জাফর (৪৩) গত ২০ ডিসেম্বর সকালে একটি পিকআপ গাড়ি কেনার উদ্দেশ্যে সীতাকুণ্ডে আসেন। কিন্তু দরদামে না মেলায় কারটি তিনি না কিনে সন্ধ্যায় ফিরে যাবার সময় পৌর সদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে তিনজন পুলিশ সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় সীতাকুণ্ড থানার এস আই মো. সাইফুল আলম ও ওসির বডি গার্ড কনস্টেবল মো. সাইফুল ইসলাম (দুজনের নামই সাইফুল) সেখানে যোগ দিয়ে নিজেদেরকে ডিবি বলে পরিচয় দেয় এবং গাড়ি চালকের কাছে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে তাদের গাড়িতে তুলে জেনারেল হাসপাতালে নিয়ে পেটে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে এক্সরে করান। কিন্তু ইয়াবা না পেলেও পরে আরো বিভিন্ন স্থানে নিয়ে গাড়ি ক্রয়ের জন্য তার সঙ্গে রাখা ২ লাখ ৮০ হাজার টাকা লুটে নেয় এবং তাকে মৃত্যুর ভয় দেখিয়ে পরে একটি গাড়িতে তুলে দেয়। সে গাড়িতে তিনি ঢাকায় চলে যান। কিন্তু অনেক কষ্টে অর্জিত টাকা এভাবে লুটে নেওয়ায় গাড়িচালক আবু জাফর তা মানতে পারেননি। তিনি পুনরায় সুবিচারের আশায় সীতাকুণ্ড থানায় এসে ঘটনা জানান। ঘটনাটি জানতে পারেন চট্টগ্রামের পুলিশ সুপারও। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলে সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি মো. আশরাফুল করিম ঘটনার তদন্ত করেন। এদিকে মামলা দায়েরের পর প্রথমদিকে এস আই সাইফুল ও কনস্টেবল সাইফুল পালিয়ে গেলেও পরে পুলিশ সুপারের চাপে বৃহস্পতিবার তারা থানায় এসে আত্মসমর্পণ করলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে চালান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন