News71.com
 Bangladesh
 07 Jan 21, 06:43 PM
 695           
 0
 07 Jan 21, 06:43 PM

বেগমগঞ্জে পলিথিন কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

বেগমগঞ্জে পলিথিন কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  এ সময় কারখানাটি থেকে ৭৯০ কেজি পলিথিন রোল, বিপুল পরিমাণ পলিথিন ও উৎপাদন কাজে ব্যবহৃত দানা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তানজির তারেক ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। এ সময় বিক্রি নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে ভাই ভাই প্লাস্টিক কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পলিথিন, রোল ও তৈরির দানা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন