নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির সামনে থুথু ফেলার প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের হাতে মো. রুহেল (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোগুলটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্র জানায়, রুহেল পেশায় একজন ফেরিওয়ালা। তাঁর সঙ্গে চাচাতো ভাই গেন্দু মিয়ার ছেলে কাউসারের পারিবারিক বিরোধ চলছে। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় থুথু ফেলেন কাউসার। এ নিয়ে রুহেল ও তাঁর মায়ের সঙ্গে কাউসারের বাকবিতণ্ডা হয়।
রাতে ওই দুইজন থুথু ফেলা নিয়ে আবারো তর্কে জড়ান। একপর্যায়ে রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন রুহেল। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
সরাইল থানার এসএই জাকির হোসেন খন্দকার বলেন, 'এই ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে। কাউসারসহ বাকি হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'