News71.com
 Bangladesh
 14 Mar 21, 12:03 PM
 541           
 0
 14 Mar 21, 12:03 PM

চট্টগ্রামের পতেঙ্গায় প্রথমবারের মতো চালু সাইকেল লেন।।

চট্টগ্রামের পতেঙ্গায় প্রথমবারের মতো চালু সাইকেল লেন।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে প্রথম বারের মতো চালু করা হয়েছে সাইকেল লেন। তরুণ সমাজকে মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পতেঙ্গায় উদ্বোধন করা হয় এ লেন। শনিবার (১৩ মার্চ) বিকেলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নিজে সাইকেল চালিয়ে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই লেনের উদ্বোধন করেন। পুরোপুরি পাল্টে গেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চিত্র। এই সৈকতের তীরে হাঁটার জন্য নির্মাণ করা হয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার ওয়াকওয়ে। বসানো হয়েছে ছোট ছোট বিশ্রাম চেয়ার এবং রঙ-বেরঙের পাথর। এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকতের আউটার রিঙ রোড ধরে উপভোগ করা যাবে সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য।তরুণ সমাজের কথা মাথায় রেখে ৬ কিলোমিটার এলাকা জুড়ে করা হয়েছে সিটি আউটার রিং রোড সাইকেল লেন। প্রথম বারের মতো নগরীতে সাইকেল লেনের কার্যক্রম শুরু হওয়ায় খুশি সাইক্লিস্টরা।

 

এক সাইক্লিস্ট বলেন, 'এই পতেঙ্গার জন্য এরকম  সাইকেল লেন খুবই প্রয়োজন ছিল। যাক অবশেষে আমরা সাইকেল লেন পেয়েছি। এখন সাইক্লিং করতে আরও অনেকে আগ্রহী হবে।' তরুণদের উদ্বুদ্ধ করতেই সাইকেল লেন চালু করা হয়েছে বলে জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়্যারম্যান জহুরুল আলম দোভাষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন