News71.com
 Bangladesh
 22 Mar 21, 08:01 PM
 531           
 0
 22 Mar 21, 08:01 PM

চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করতে চায়।। ভারতের মিজোরাম রাজ্য

চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করতে চায়।। ভারতের মিজোরাম রাজ্য

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারে মিজোরাম আগ্রহ দেখাচ্ছে- এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং মিজোরাম আমাদের নিকটতম প্রতিবেশী। মিজোরামে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে, তবে যোগাযোগের সুযোগ কম থাকায় বাণিজ্য বৃদ্ধি করা যাচ্ছে না। মন্ত্রী বলেন, সড়ক ও নৌপথে এ ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা যেতে পারে।

গতকাল সচিবালয়ে বাংলাদেশে সফররত ভারতের মিজোরাম রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, উচ্চ এবং কারিগরি শিক্ষা, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আর লালথাংলিয়ানার সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিজোরাম সীমান্তে বর্ডারহাট স্থাপন এবং স্থলবন্দর চালুর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চাচ্ছে মিজোরাম সরকার। সীমান্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভারতের সেভেন সিস্টারসে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন