News71.com
 Bangladesh
 29 Mar 21, 11:08 AM
 523           
 0
 29 Mar 21, 11:08 AM

নোয়াখালীতে হেফাজতের হামলায় ৪ সাংবাদিক আহত।।

নোয়াখালীতে হেফাজতের হামলায় ৪ সাংবাদিক আহত।।

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীতে হেফাজতে ইসলামের হরতাল সমর্থনের মিছিল থেকে টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার সাংবাদিক আহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চৌমুহনীর চৌরাস্তায় জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় ওই মার্কেটের নীচে ও উপরে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে হেফাজতের কর্মীরা। হামলায় একাত্তর টিভি ও জাগো নিউজের প্রতিনিধি মিজানুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, ক্যামরাপার্সন মনির হোসেন, এশিয়ান টিভি ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মানিক ভূঁইয়া আহত হন।

 

হামলাকারীদের ছোড়া ইট-পাটকেল ও লাঠির আঘাতে অফিসের দরজার গ্লাসসহ আসবাবপত্র ভেঙে যায়। এর আগে হামলাকারীরা অফিসের নীচে থাকা একাত্তর টিভি ও বাংলা টিভির মোটরসাইকেলও ভাঙচুর করে। স্থানীয়রা জানায়, দুপুরে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীর গ্লোব ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরিতে যাওয়ার সময় কালাপুল নামক স্থানে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের সঙ্গে হরতাল সমর্থকদের বাদানুবাদ হয়। এসময় সংসদ সদস্যের সঙ্গে থাকা কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিংকারী হেফাজতের দুই কর্মীকে মারধর করে। এ ঘটনার পর থেকে চৌরাস্তায় অবস্থানকারী হেফাজত কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পর বিকেল সোয়া ৩টার দিকে চৌমুহনী থেকে আরো কয়েকশ হেফাজত কর্মীরা লাঠি সোটাসহ মিছিল নিয়ে চৌরাস্তায় জড়ো হয়। পরে তারা টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন