News71.com
 Bangladesh
 31 Mar 21, 09:19 PM
 511           
 0
 31 Mar 21, 09:19 PM

রাঙামাটির সব পর্যটনকেন্দ্র দুই সপ্তাহ বন্ধ॥

রাঙামাটির সব পর্যটনকেন্দ্র দুই সপ্তাহ বন্ধ॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমন রোধে ফের দুই সপ্তাহের জন্য সাজেকসহ পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে আরও বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে’ আয়োজিত এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দুই সপ্তাহের জন্য অন্তর্বতীকালীন এই সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বলেও আভাস দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সারা দেশের মতো রাঙামাটিতেও করোনা ভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। তাই রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এ সময় কোনও পর্যটককে রাঙামাটি না আসার জন্য অনুরোধ করা হয়। তিনি আরও বলেন, জেলার সব বিনোদন কেন্দ্রগুলোতে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে এসময় কোনও পর্যটক পাওয়া গেলে জেল জরিমানা হতে পারে। তাই এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে রাঙামাটি ভ্রমণে না আসার আহবান জানান মিজানুর রহমান। একইসঙ্গে এই সভায় প্রতিদিন রাত আটটায় জেলার সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, হোটেল মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান, আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন