News71.com
 Bangladesh
 07 Apr 21, 11:18 AM
 702           
 0
 07 Apr 21, 11:18 AM

ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত॥

ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত॥

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় মো. ফাহাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নবীউল্যাহ বাজার সংলগ্ন ওমর আলী সারেং বাড়ির আবদুল আজিজ খোকনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী পৌর শহরের তাকিয়া সড়কের ইরানী হোটেলের সামনে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফাহাদ গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরাফাত হোসেন মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন