News71.com
 Bangladesh
 09 Apr 21, 11:25 AM
 595           
 0
 09 Apr 21, 11:25 AM

উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলি॥ ৪ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলি॥ ৪ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে চোরাকারবারিরা মিয়ানমারের গহিন জঙ্গলে পালিয়ে গেলেও উদ্ধার করা হয়েছে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। এক বার্তায় তিনি জানান, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতা বাগান নামক স্থানে অবস্থান নেয়।

পরবর্তীতে বুধবার (৭ এপ্রিল) রাতে ০৮-১০ জন চোরাকারবারিকে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা ১৩ রাউন্ড গুলি করলে চোরাকারবারিরা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি গহিন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্যে ১২ কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় বিজিবির এ অধিনায়ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন